হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
مَنْ تَرَکَ زِیارَتَهُ وَ هُوَ یَقْدِرُ عَلی ذلِکَ، قَدْ عَقَّ رَسُولَ اللّهِ صلی الله علیه و آله وَ عَقَّنا.যে ব্যক্তি ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত ত্যাগ করে, অথচ তার সামর্থ্য রয়েছে, প্রকৃতপক্ষে সে রাসূলুল্লাহ্ (সা.) এবং আমাদের আহলে বাইতের (আ.) প্রতি অবাধ্যতা করেছে।
[সাফিনাতুল বিহার, খণ্ড ১, পৃষ্ঠা ৫৬৪]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আহলে বাইতের (আ.) অনুসারী ও মুহিব্বিনদের ইমাম হুসাইনের (আ.) মাজার শরীফ জিয়ারত করার তাওফিক দান করুক।
আপনার কমেন্ট